জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেছেন, রোজা রাখার ফলে শরীরের রোগজীবাণু ও ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়, বিপাকীয় কার্যক্রম শক্তিশালী হয়, ক্যানসার কোষ ধ্বংস হয়।
সোমবার (২৮ মার্চ) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ‘রমজানের স্বাস্থ্যগত উপকারিতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এতে অংশ নেন রাজধানীর দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার ১৩৫ জন শিক্ষার্থী।
মুনীর চৌধুরী বলেন, সারাদেশের চিকিৎসক, বিজ্ঞানী ও গবেষকরা প্রমাণ করেছেন- রোজার অফুরন্ত শারীরিক উপকারিতা রয়েছে। রোজা রাখার ফলে ক্যানসার কোষ ধ্বংস হয়। এমনকি গ্যাস্ট্রিক ও ডায়াবেটিস রোগীদেরও রোগের মাত্রা রোজার সময় হ্রাস পায়। এছাড়া শারীরিক স্থিতিশীলতা ফিরে আসে। রোজার মাধ্যমে মানুষ মহান আল্লাহ তালার সান্নিধ্য লাভ করে ও সমাজে গরিব মানুষের প্রতি সহানুভূতিশীলতা সৃষ্টি হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ভ্রাম্যমাণ বিজ্ঞান ও জাদুঘর পরিদর্শনের আয়োজন করা হয়। এছাড়া বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্মারক উপহার দেওয়া হয়।
Leave a Reply