ডেস্কঃ সিলেটের বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত চার আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও মামলার যাবতীয় নথি হাইকোর্টে এসেছে। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিতর্কিত ব্লগার শফিউর রহমান ফারাবী খালাস পান।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-সিলেটর কানাইঘাট উপজেলার আবুল হোসেন (২৫), খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ (২৭), সুনামগঞ্জের তাহিরপুরের বিরেন্দ্রনগরের (বাগালী) মামুনুর রশীদ (২৫) ও কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদ (২৫)।
২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নূরানী আবাসিক এলাকার বাসার সামনে খুন হন ব্লগার অনন্ত বিজয় দাশ। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশ ‘যুক্তি’ নামে বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পদনা করতেন। তিনি স্থানীয় গণজাগরণ মঞ্চেরও সংগঠক ছিলেন। হত্যার পর দিন ২০১৫ সালের ১২ মে তার বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply