নিজস্ব প্রতিবেদক: ২০০১ সাল থেকে অত্র শিক্ষা ট্রাস্ট শিক্ষার মান উন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের বৃত্তির প্রচলন করে । প্রাথমিকের জন্য ৪র্থ শ্রেনী, হাই স্কুলে ৮ম শ্রেনী ও এস এস সি মডেল টেস্ট, আলিয়া মাদ্রাসার ৮ম শ্রেনী ও দাখিল মডেল টেস্ট ও হাফিজিয়া মাদ্রাসার হিফজুল কোরআন প্রতিযোগিতা সহ মেধাবি ও গরিব ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান প্রদান।
এরই ধারাবাহিকতায় আগামি ১৯ শে অক্টোবর ধরগাঁও জালালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ তম “আম্বর আলী ও সফিনা বিবি” ৪র্থ শ্রেনীর বৃত্তি পরীক্ষা এবং ১৪তম “মরহুমা আয়শা খানম হিফজুল কোরআন প্রতিযোগিতা” দক্ষিণ সুরমা নসিবা খাতুন বালিকা উঁচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হবে।
ট্রাস্ট পরিচালনা পরিষদের সিনিয়র সহসভাপতি জনাব মকব্বির আলী ও সদস্য সচিব জনাব মাশুক আহমেদ বৃক্তি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠান সমুহের শিক্ষার্থীদের যথা সময়ে ( সকাল ১০ ঘঠিকা) কেন্দ্রে উপস্হিত থাকতে সবিনয় আহ্বান জানিয়েছেন।
-বিজ্ঞপ্তি
Leave a Reply