প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ তার নাটকের জন্য একজন মহিলা ডাকাত চরিত্রের জন্য শিল্পী খুঁজছিলেন। সৌভাগ্যক্রমে হুমায়ূন আহমেদ স্যার ও আমার প্রোডাকশন অফিস কাকরাইলে একই বিল্ডিং ছিল। তার সহকারীর সঙ্গে আমার আগেই পরিচয় ছিল। উনি এসে আমাকে বললেন নতুন একটি নাটকে একজন ডাকাত মহিলা চরিত্র রয়েছে, আপনি কি অভিনয় করবেন? আমি যেন হাতে আকাশের চাঁদ পেয়ে গেলাম! কারণ স্যারের নাটকে অভিনয় করার জন্য অনেক শিল্পী মুখিয়ে থাকেন। সেই থেকে স্যারের অনেক নাটক এবং সিনেমায় আমি অভিনয় করেছি। খুব আফসোস হয় আজ যদি স্যার বেঁচে থাকতেন আমাকে শিল্পী হিসেবে অন্য উচ্চতায় নিয়ে যেতেন হয়তো। এভাবেই কথাগুলো বলছিলেন অভিনেত্রী শবনম পারভীন। হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি জনপ্রিয় পর্ব সেখাবে নানির ভূমিকায় দেখা মেলে আপনার। কেমন উপভোগ করেন? এ অভিনেত্রী বলেন, আশি বছরের বৃদ্ধ থেকে শুরু করে ২৫ বছরের যুবক সবাই আমাকে যেখানেই দেখে নানি বলে চিৎকার করে ওঠে। বিষয়টি আমি খুব উপভোগ করি। হচ্ছে নানি-নাতি।
Leave a Reply